বাংলাদেশ থেকেই ফেইসবুক চালান খুবই সহজে।

মোবাইল..!

যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই নিয়ম দিচ্ছি,আপনার মোবাইল দিয়ে আপনি যদি ফেইসবুক সহ যে কোন সাইটে ঢুকতে চান যেমনঃ facebook,twitter,skype,imo,whatsapp ইত্যাদি তাহলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে।আপনাদের জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি,যাতে আপনাদের কোন সমস্যা না হয়। প্রথমে http://www.proxy.howtrick.com এই ঠিকানায় যান,তাহলে একটি ছোট বক্স দেখতে পাবেন,সেখানে লিখুন facebook.com এবং ডান পার্শে GO তে ক্লিক করুন।তাহলে আপনার ফেইসবুক আইডিতে লগইন করুন।এভাবে আপনি যে কোন সাইটে একই নিয়মে যান এবং শুরু করে দিন আপনার ফেইসবুক ব্রাউজিং।

কম্পিউটার...!

যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য অনেক সুন্দর একটি উপায় আমি দেখাব,যেটা সবাই পছন্দ করবেন।আপনি যদি Mozila Firefox ব্যবহার করেন তাহলে আপনার জন্য খুব ভালো কাজ করবে।তো চলুন দেখি কিভাবে মজিলা দিয়ে ফেইসবুক চালাবেন বর্তমান সময়।প্রথমে এখানে ক্লিক করুন এবং Download Now তে ক্লিক করুন।এটা ডাউনলোড হলে install permission চাইবে।আর এটা আপনার ব্রাউজার এর বাম পার্শে দেখাবে,পারমিশন দিন এবং ইন্সটল করুন।তাহলে দেখবেন আপনার ব্রউজার এর ডান পার্শে নতুন একটি আইপি যোগ হয়েছেিআপনার কাজ শেষ,এখন আগের মতো করে ফেইসবুকে ঢুকে পড়ুন এবং চালানো শুরু করে দিন।
বিঃদ্রঃ যদি software টি enable না থাকে তাহলে enable করে দিন।
আশা করি আমার এই টিউটোরিয়াল আপনাদের অনেক উপোকার করবে,যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান।আমি সাহায্য করার চেস্টা করব।

জয় বাংলা

ধন্যবাদ।
Previous
Next Post »